কবিতা - মা একবার দাঁড়া গো হেরি চন্দ্রানন রবীন্দ্রনাথ ঠাকুর গান মা, একবার দাঁড়া গো হেরি চন্দ্রানন। আঁধার ক’রে কোথায় যাবি শূন্যভবন।। মধুর মুখ হাসি-হাসি অমিয়া রাশি-রাশি, মা- ও হাসি কোথায় নিয়ে যাস রে। আমরা কী নিয়ে জুড়াব জীবন।। ♥ ০ পরে পড়বো ৫৭ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন