কবিতা - নব নব পল্লবরাজি রবীন্দ্রনাথ ঠাকুর গান নব নব পল্লবরাজি সব বন উপবনে উঠে বিকশিয়া, দখিনপবনে সঙ্গীত উঠে বাজি।। মধুর সুগন্ধে আকুল ভুবন, হাহা করিছে মম জীবন। এসো এসো সাধনধন, মম মন করো পূর্ণ আজি।। ♥ ০ পরে পড়বো ৬৯ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন