কবিতা - নূতন পথের পথিক হয়ে আসে রবীন্দ্রনাথ ঠাকুর অনুকাব্য নূতন পথের পথিক হয়ে আসে, পুরাতন সাথি, মিলন-উষায় ঘোমটা খসায় চিরবিরহের রাতি। যারে বারে বারে হারিয়ে মেলে আজ প্রাতে তার দেখা পেলে নূতন করে পায়ের তলে দেব হৃদয় পাতি।। ♥ ০ পরে পড়বো ৯০ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন