কবিতা - অনেক মালা গেঁথেছি মোর রবীন্দ্রনাথ ঠাকুর অন্যান্য কবিতা অনেক মালা গেঁথেছি মোর কুঞ্জতলে, সকালবেলার অতিথিরা পরল গলে। সন্ধেবেলা কে এল আজ নিয়ে ডালা। গাঁথব কি হায় ঝরা পাতায় শুকনো মালা। ♥ ০ পরে পড়বো ৮৯ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন