কবিতা - শুধায়োনা কবে কোন গান রবীন্দ্রনাথ ঠাকুর গান শুধায়োনা, কবে কোন্ গান কাহারে করিয়াছিনু দান। পথের ধূলার পরে পড়ে আছে তারি তরে যে তাহারে দিতে পারে মান। তুমি কি শুনেছ মোর বাণী, হৃদয়ে নিয়েছ তারে টানি’? জানিনা তোমার নাম, তোমারেই সঁপিলাম আমার ধ্যানের ধনখানি॥ ♥ ০ পরে পড়বো ৯৯ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন