তারা দিনের বেলা এসেছিল
আমার ঘরে,-
বলেছিল, একটি পাশে
রইব পড়ে।
বলেছিল, দেবতা সেবায়
আমরা হব তােমার সহায়,-
যা কিছু পাই প্রসাদ লব
পূজার পরে।
এমনি করে দরিদ্র ক্ষীণ
মলিন বেশে
সঙ্কোচেতে একটি কোণে
রৈল এসে।
রাতে দেখি প্রবল হয়ে
পশে আমার দেবালয়ে
মলিন হাতে পূজার বলি
হরণ করে॥
৬১

মন্তব্য করতে ক্লিক করুন