কারো অপেক্ষায়
রাসেল নির্জন
কারো অপেক্ষায়
রাসেল নির্জন
যখন বসন্তে ফুলে ফুলে রঙের খেলা,
আমি অবাক তাকিয়ে
তোমার মুখখানা খুঁজি উদাসী হয়ে,
আমি সুধাই হে ফুল—
এ রঙ তুমি কোথায় পেলে,
বলে সে কারো অপেক্ষায় রেখেছি মেলে!
যখন বর্ষায় মেঘমালা থাকে আকাশ জুড়ে,
আমি সুধাই হে মেঘ—
তুমি এত জলবাহী কণা কোথায় পেলে,
বলে সে কারো অপেক্ষায়
জমিয়ে রেখেছে সব অশ্রু হয়ে ঝরবে বলে!
যখন আকাশে চাঁদ রুপালি আলো জ্বালে,
আমি সুধাই হে চাঁদ —
তুমি এত আলো কোথায় পেলে?
বলে সে, "কারো অপেক্ষায়,
সূর্যরশ্মিতে পুড়ে পুড়ে,
হৃদয়ে দহন জমে, আমি এই নিশিতে জ্বলে।"
এভাবে, আমি খুঁজি তোমাকে
প্রকৃতির মাঝে, সারা পৃথিবীজুড়ে,
প্রতিটি মুহূর্তে, প্রতিটি রূপে;
তুমি রয়ে গেলে আমার হৃদয়ে,
সর্বদা, চিরকালীন অপেক্ষার নামে!
©Rashel Nirjhon
রাসেল নির্জন
যখন বসন্তে ফুলে ফুলে রঙের খেলা,
আমি অবাক তাকিয়ে
তোমার মুখখানা খুঁজি উদাসী হয়ে,
আমি সুধাই হে ফুল—
এ রঙ তুমি কোথায় পেলে,
বলে সে কারো অপেক্ষায় রেখেছি মেলে!
যখন বর্ষায় মেঘমালা থাকে আকাশ জুড়ে,
আমি সুধাই হে মেঘ—
তুমি এত জলবাহী কণা কোথায় পেলে,
বলে সে কারো অপেক্ষায়
জমিয়ে রেখেছে সব অশ্রু হয়ে ঝরবে বলে!
যখন আকাশে চাঁদ রুপালি আলো জ্বালে,
আমি সুধাই হে চাঁদ —
তুমি এত আলো কোথায় পেলে?
বলে সে, "কারো অপেক্ষায়,
সূর্যরশ্মিতে পুড়ে পুড়ে,
হৃদয়ে দহন জমে, আমি এই নিশিতে জ্বলে।"
এভাবে, আমি খুঁজি তোমাকে
প্রকৃতির মাঝে, সারা পৃথিবীজুড়ে,
প্রতিটি মুহূর্তে, প্রতিটি রূপে;
তুমি রয়ে গেলে আমার হৃদয়ে,
সর্বদা, চিরকালীন অপেক্ষার নামে!
©Rashel Nirjhon
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৮৪ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন