মৃত ভালবাসা
রাসেল নির্জন
যখন ভালবাসার মানুষ মরে যায়,
মনে হয় যেন সময় থেমে যায়,
শূন্যে ভাসে স্মৃতির মায়াবী রূপ,
প্রতিটি দিন হয়ে ওঠে অশ্রুর কূপ।
ভালবাসার ছোঁয়া, বুকে এক শূন্যতা,
হৃদয়ের গভীরে জাগে নিঃশব্দ ব্যথা,
যেন একটি গান, যা আর গাওয়া হবে না,
হারানো চাঁদে, মেঘে ঢাকা রাতের ছায়া।
নষ্ট হয়ে যায়, মরে গিয়ে পঁচে যায়
ভালবাসার মৃত্যু, এক অবিনাশী পঙক্তি,
হৃদয়ের কোণে বাসা বেঁধে থাকে ব্যথা,
চিরন্তন সুরে গায় হৃদয়ের পাণ্ডুলিপি!
ভালবাসার ক্ষতি
ভালবাসার মানুষ যখন মরে যায়,
মন-প্রাণে আঁকা ছবি হয়ে যায় ছাই,
জীবনের পথে ঝরা এক পাতা,
বাঁধা চেয়ে থাকা, নিঃশব্দে কাঁদে তাই।
স্মৃতিরা ভাসে, কথা বলে শূন্য,
বিনিদ্র রাত্রিতে, কষ্টে ভাসে ভাবনা,
হারানোর ব্যথা, স্বপ্নের চূর্ণে,
হৃদয়ের বুকে বাজে এক নিরব যাতনা।
©Rashel Nirjhon
মনে হয় যেন সময় থেমে যায়,
শূন্যে ভাসে স্মৃতির মায়াবী রূপ,
প্রতিটি দিন হয়ে ওঠে অশ্রুর কূপ।
ভালবাসার ছোঁয়া, বুকে এক শূন্যতা,
হৃদয়ের গভীরে জাগে নিঃশব্দ ব্যথা,
যেন একটি গান, যা আর গাওয়া হবে না,
হারানো চাঁদে, মেঘে ঢাকা রাতের ছায়া।
নষ্ট হয়ে যায়, মরে গিয়ে পঁচে যায়
ভালবাসার মৃত্যু, এক অবিনাশী পঙক্তি,
হৃদয়ের কোণে বাসা বেঁধে থাকে ব্যথা,
চিরন্তন সুরে গায় হৃদয়ের পাণ্ডুলিপি!
ভালবাসার ক্ষতি
ভালবাসার মানুষ যখন মরে যায়,
মন-প্রাণে আঁকা ছবি হয়ে যায় ছাই,
জীবনের পথে ঝরা এক পাতা,
বাঁধা চেয়ে থাকা, নিঃশব্দে কাঁদে তাই।
স্মৃতিরা ভাসে, কথা বলে শূন্য,
বিনিদ্র রাত্রিতে, কষ্টে ভাসে ভাবনা,
হারানোর ব্যথা, স্বপ্নের চূর্ণে,
হৃদয়ের বুকে বাজে এক নিরব যাতনা।
©Rashel Nirjhon
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১০২ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন