আমি অধম অবিশ্বাসী,
এ পাপমুখে সাজে না যে
‘তোমায় আমি ভালোবাসি’।
গুণের অভিমানে মেতে
আর চাহি না আদর পেতে,
কঠিন ধুলায় বসে এবার
চরণসেবার অভিলাষী।
হৃদয় যদি জ্বলে, তারে
জ্বলিতে দাও, জ্বলিতে দাও।
ঘুরব না আর আপন ছায়ায়,
কাঁদব না আর আপন মায়ায়–
তোমার পানে রাখব ধরে
প্রাণের অচল হাসি।
![রবীন্দ্রনাথ ঠাকুর](https://banglakobita.net/wp-content/uploads/2024/11/Rabindranath-Tagore-.png)
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৭ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন