রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - বিশ্ব যখন নিদ্রামগন গগন অন্ধকার

লেখক: রবীন্দ্রনাথ ঠাকুর

বিশ্ব যখন নিদ্রামগন,
গগন অন্ধকার;
কে দেয় আমার বীণার তারে
এমন ঝংকার।
নয়নে ঘুম নিল কেড়ে,
উঠে বসি শয়ন ছেড়ে,
মেলে আঁখি চেয়ে থাকি
পাই নে দেখা তার।

গুঞ্জরিয়া গুঞ্জরিয়া
প্রাণ উঠিল পুরে,
জানি নে কোন্‌ বিপুল বাণী
বাজে ব্যাকুল সুরে।
কোন্‌ বেদনায় বুঝি না রে
হৃদয় ভরা অশ্রুভারে,
পরিয়ে দিতে চাই কাহারে
আপন কণ্ঠহার।

৪ বৈশাখ, ১৩১৭

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৩৬৯ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন