কবিতা - আমার আর কোথাও যেতে ইচ্ছে করে না সাদাত হোসাইন রবিবার, ০৫ মে ২০২৪ বিবিধ কবিতা আমার আর কোথাও যেতে ইচ্ছে করে না। না সমুদ্র, পাহাড় কিংবা বনের কাছে, না আকাশ, মাটি, মৃত্যু কিংবা জীবনের কাছে। আমার কোথাও যেতে ইচ্ছে করে না। কারণ, সবখানে মানুষ রয়েছে! ♥ ১ পরে পড়বো ১১২৩ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন