চোখে কার ছায়া পড়ে বৃক্ষ না পাতার?
ঢেউ এলে আর কেউ জানেনা সাঁতার।
যাকে তুমি চেনো নাই, অথচ সে-ই
ডুবেছে তোমার চোখে অজান্তেই।
মুছে যায়, ঘুচে যায়, সব অবয়ব,
বৃক্ষে বিহঙ্গ ডাকে, হোক কলরব।
তবু যদি ওই চোখে থেমে যায় ঢেউ,
আবার গহিন জলে ভাসবে যে কেউ!
চোখে কার ছায়া পড়ে বৃক্ষ না পাতার?
ঢেউ এলে আর কেউ জানেনা সাঁতার।
যাকে তুমি চেনো নাই, অথচ সে-ই
ডুবেছে তোমার চোখে অজান্তেই।
মুছে যায়, ঘুচে যায়, সব অবয়ব,
বৃক্ষে বিহঙ্গ ডাকে, হোক কলরব।
তবু যদি ওই চোখে থেমে যায় ঢেউ,
আবার গহিন জলে ভাসবে যে কেউ!
মন্তব্য করতে এখানে ক্লিক করুন