আগুন পোষ
শংকর ব্রহ্ম

সে একা একাই জ্বলবে নিজে
এবং সব কিছুকে জ্বালিয়ে দেবে
এটাই নিয়ম
মশাল হাতে ছুটবে আগে
নিভন্ত দীপ জ্বলিয়ে দিতে
নিয়ম ভেঙে গড়বে নিয়ম নতুন ভাবে।

এবার থেকে নিজের ভিতর আগুন পোষ
অভিজ্ঞতা অস্থিরতা
বশ মানিয়ে সঠিক ভাবে
তীক্ষ্ণতম প্রতিবাদের ভাষায় এবার
আঘাত হানো।

কঠিনতম রাত্রি এখন আমার দেশে
কু-শিক্ষা আর অজ্ঞানতার অন্ধকারে
ডুবে আছে দেশের মানুষ
দেশের মাটি
আগুন যাদের জ্বালার কথা
দেখছি এখন তাদের হাতের প্রদীপ গুলো
নিভন্ত সব
নিভন্ত দীপ জ্বালিয়ে দিতে
এবার থেকে নিজের ভিতর আগুন পোষ।

৩১
মন্তব্য করতে ক্লিক করুন