শংকর ব্রহ্ম

কবিতা - আজে বাজে

লেখক: শংকর ব্রহ্ম

আজে বাজে
শংকর ব্রহ্ম

বাইরে যখন আকাশ ভেঙে মুষলধারায় বৃষ্টি পড়ে,
একলা ঘরে তোমার তরে মনটা আমার কেমন করে
করলে এ’মন কি হবে আর?
উপায় তো নেই বাইরে যাবার।
এখন তুমি করছো কী যে
ভাবতে বসি একলা নিজে,
হয়তো তুমি ব্যস্ত আছ নানান কাজে
আমিই শুধু ভাবছি বসে আজে বাজে।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৬৭ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন