আত্মজ
শংকর ব্রহ্ম
কোথায় রেখেছো সেই ম্যাজিক লন্ঠন
কোথায় লুকানো আছে গোপন ভান্ডার?
সে কোন চোখের মায়া টানে
সংসারের গহন আঁধারে,
হারিয়ে যেতে যেতে অকস্মাৎ
জেগে ওঠা নির্জন প্রান্তরে?
কার চোখে খুঁজে ফেরো,
জীবনের নব ধারাপাত?
কার কাছে জমা রেখে চলে যাবে ভাব
পূর্ব পুরুষের যত ঋণ?
একবার ভেবে দেখো শুধু,
তোমার আত্মজ তুমি আজ
এ’কোন পৃথিবীতে রেখে যেতে চাও?
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন