অবিস্মরণীয়
শংকর ব্রহ্ম
আমাদের সকলেরই কোন কিছু হবার বাসনায়
উভয়েই উভয়ের কাছে
আমরা যে হতে চাই অর্থময়,অবিস্মরণীয়।
যতক্ষণ নাম ধরে ডাকোনি তাহাকে
সে শুধু বস্তু হয়ে ছিল,অন্যকিছু নয়
যখনই ডেকেছো নাম ধরে
কাছে এসে প্রাণ হয়ে গেছে।
ঘাসের মতো লুকানো, ইঁট চাপা যেন
এ’প্রেম আমার,
প্রাচুর্য ও শ্রীবৃদ্ধিও গোপন সবার।
রোজ ঘুম ভেঙে তোমার কথা ভেবে
দিন শুরু হয়,শেষও হয় তাই
তুমি আমার সবটা জুড়ে থাক সর্বদাই।
কথা এসে জড়ো হয় তুমি এলে পরে,
না হলে কথারা থাকে এতো দূরে দূরে।
আমার সারটা দিন তোমাকে নিয়েই কেটে যায়,
তবু মন যেন তোমাকেই আরও কাছে চায়।
আমাকে ডাকোনি তুমি কোনদিন
নাম ধরে প্রিয়
যখনই আপন ভেবে ডাকবে আমায়
কাছাকাছি এসে,
আমিও তোমার করে ফুল হয়ে ফুটে উঠব দেখো।
মন্তব্য করতে ক্লিক করুন