অজ্ঞতা
শংকর ব্রহ্ম

আমরা যারা অবুঝ ছিলাম
সবুজ পাতায় মুখ দেখেছি
ছিলাম মন্দ ভাল
দিনের বেলায় জ্বালিয়ে দিতাম
সাত মশালের আলো।

দেশটা এখন উপদ্রুত
সময় বদলাচ্ছে দ্রুত
তখন সবই শান্ত দেখে
হৃদয় কি চমকালো?

তোমার বুকে মেরে ছিলাম শব্দভেদি বান
তখন কি আর জানতাম ছাই
তুমিই আমার প্রাণ
ভোমরা লুকিয়ে রাখ সোনার কৌটায়
এখন আমি বুক চাপড়ে করি যে হায় হায়

তোমার দিকেই ছুঁড়ে ছিলাম
বিষ মাখানো তীর
ভেবেছিলাম শত্রু তোমায়
আমি যে এক বীর
শত্রু নিধন যজ্ঞ বীরের ধর্ম
করে ছিলাম গরবে সে কর্ম
ছিলাম সে দিন এমনই অজ্ঞ!

পরে পড়বো
২৭
মন্তব্য করতে ক্লিক করুন