শংকর ব্রহ্ম

কবিতা - আমি

লেখক: শংকর ব্রহ্ম

আমি
শংকর ব্রহ্ম

লোকটা আমি মোটেই খুব মন্দ নই
ভালবাসার কাছে গেলে পাই না থই
কেমন যেন অকারণে বিভ্রান্ত হই
লোকটা আমি মোটেই তেমন মন্দ নই

লোকটা আমি মোটেও তেমন ভাল নই
হিংসা দ্বেষের কথায় খুবই ক্ষুব্ধ হই
বুকের ভিতর ফুটতে থাকে জ্বালার খই
লোকটি আমি মোটেও তেমন ভাল নই

লোকটি আমি মোটেও তেমন মন্দ নই
ভালবাসা কাছে এলে পাই না থই

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ২৪১ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন

প্রকাশিত মন্তব্য গুলো

  1. Sure apni মোটেই খুব মন্দ non . great person only writes poem.

মন্তব্য করতে এখানে ক্লিক করুন