অন্ধ কালা
শংকর ব্রহ্ম
অন্ধ খোঁজে মুক্তির পথ,পায় না খুঁজে তাই
দৃষ্টি দান করে তাকে আলো দেখাতে চাই।
কালা ভাঙে বন্দীশালা নিয়ে যায় ভাঙা তালা
বলে সকলকে পালা পালা
না হলে আমার আর করার কিছুই নাই।
তার কথা আর কে বা শোনে?
সবাই মুক্তির সময় গোনে
তবুও সে জনে জনে ডেকে বলে তাই।
অন্ধ বলে,এবার আমায় আলো দেখা ভাই।
এ’সব কথা হঠাৎ কেন?
আমরা আজ সবাই যেন অন্ধ কালা
মনে হচ্ছে তাই।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন