শংকর ব্রহ্ম

কবিতা - অনুভূতিরাশি – দুই

লেখক: শংকর ব্রহ্ম

অনুভূতিরাশি – দুই
শংকর ব্রহ্ম

মাঝে মাঝে মুগ্ধতা এসে
ভরে দেয় হৃদয়ের আনাচ-কানাচ
খুব বেশী স্থায়ী নয় জানি
তবু তাকে উপভোগ করি,
খুব কাছে এসে তাকে চেপে ধরি
মুগ্ধতার রেশে সাময়িক দিশেহারা হয়ে পড়ি।

যখন ফেরার পালা তার
মনে খুব টান লাগে, আর
বুকের ভিতর শূন্যতা আরও বড় হয়ে ওঠে,
আর মনে হয়,
সময় তার স্বভাবিক নিয়মেই দ্রুতগামী ছোটে।

৪৫
মন্তব্য করতে ক্লিক করুন