অনুভূতিরাশি – এক
শংকর ব্রহ্ম
মাঝে মাঝে অসীম শূন্যতা গ্রাস করে খুব
তখন বড় একা লাগে
বুকের ভিতর খাঁখাঁ করে ওঠে
আমি সে শূন্যতা ভরাতে চাই
কবিতা লিখে।
সেই অনুভূতির নির্যাস
কবিতায় ঢেলে দিতে চাই
সবটা পারি না পারি না দিতে দেখে
বুকের ভিতরে জমে শোক
কষ্ট পাই মনে খুব।
তবু জনে জনে ডেকে বলতে পারি না
সে কষ্টের কথা,
বাস্তব ও ভার্চুয়াল জগতে বন্ধু আছে কত,
ক’জনের কাছে আর মন খুলে বসি
ঘুচাতে সে মনোগত ব্যথা?
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন