শংকর ব্রহ্ম

কবিতা - আত্মভোলা

লেখক: শংকর ব্রহ্ম
ধরণ: গান

আত্মভোলা
শংকর ব্রহ্ম

জিরাফ যখন ধর্ম সেজে
গণ্ড বাড়ায় গন্ডি ছেড়ে
ধর্ম তখন মূল্য হারায়
দেশের গরীব মানুষ মেরে।
নতুন কথা বলব কি আর
বিপদ বাড়ে মানবতার।

ধর্ম থাকে মনের ভিতর
ভুলতে শেখায় আপন-পর
ধর্মেও আছি জিরাফে আছি
বলতে পারেন শক্তিধর
আমরা যারা আত্মভোলা
শাঁসটা ফেলে চিবোই খোলা।

১২৪
মন্তব্য করতে ক্লিক করুন