আত্মভোলা

শংকর ব্রহ্ম শংকর ব্রহ্ম

আত্মভোলা
শংকর ব্রহ্ম


জিরাফ যখন ধর্ম সেজে
গণ্ড বাড়ায় গন্ডি ছেড়ে
ধর্ম তখন মূল্য হারায়
দেশের গরীব মানুষ মেরে।
নতুন কথা বলব কি আর
বিপদ বাড়ে মানবতার।

ধর্ম থাকে মনের ভিতর
ভুলতে শেখায় আপন-পর
ধর্মেও আছি জিরাফে আছি
বলতে পারেন শক্তিধর
আমরা যারা আত্মভোলা
শাঁসটা ফেলে চিবোই খোলা।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৫৬ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন