অভিমান
শংকর ব্রহ্ম

বাতাসে শীতের টান এসেছে ফিরে
অভিমান থাকবে তবু তোমাকে ঘিরে,
কথারা মুক্তি খোঁজে ছন্দে সুরে
তুমি কি রাখবে শুধু আমাকে দূরে?

শূন্যের পাশে যদি এক এসে বসে
শূন্য তবে মান পায় এসে তার শেষে,
এক যদি পাশ থেকে সরে যায় দূরে
শূন্য তবে অর্থহীন হয়ে খসে পড়ে।

তুমি তো জান না কিভাবে গন্ধ এসে
অভিমান ভুলে ফুলে জুড়ে বসে,
গন্ধ যদি ঝরে যায় ফুল পড়ে খসে
বাতাসে হীমের স্বাদ এসেছে ফিরে।
আমাকে তুচ্ছ আর অর্থহীন করে
তুমি কি রাখবে শুধু নিজেকে দূরে?

৫৪
মন্তব্য করতে ক্লিক করুন