বিদ্রোহী কবি
শংকর ব্রহ্ম
বিশদে বলিনি বুঝি?
বলার কি আছে?
সব জানা সকলের কাছে
সকলেই সব বোঝে
ভয়ে শুধু মুখ বুঁজে থাকে।
মিথ্যে আজ সত্যকে খুন করে
প্রকাশ্যে দিবালোকে ঘোরে,
আমরা সবই দেখি
তবু না দেখার ভান করে
সরে যাই দূরে।
বিদ্রোহী কবি তা করতেন না।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন