বিকার – (২).
শংকর ব্রহ্ম

অসুস্থ চিন্তায় যার কেটে যায় অনেকটা সময়
দেখিও না তাকে তুমি বিকারের ভয়।
এখানে বিকার মানে তো মনে হয়
বিষাদের প্রতিকল্প যেন।
বিষাদের জ্বালা যার জানা
তার তবু মানা নেই বিকারের উৎস সন্ধানে
খুঁজে ফেরে সে যেন একাই জঙ্গলে কি মনে।

পরে পড়বো
৩০
মন্তব্য করতে ক্লিক করুন