বইছে তুফান
শংকর ব্রহ্ম
দেশে যখন বইছে তুফান
নদী এখন খরস্রোতা,লেগেছে বান
লাগিয়ে জান বাজি
হাওয়ার মুখে পাল তুলে দাও
ওগো সুজন মাঝি।
নিরুদ্দেশের পথে যাত্রা যাদের
ডুববে নাকি ভাসবে তরী
ভাবলে কি আর চলে তাদের?
বিপদ আপদ তুচ্ছ সেটা মন মানে না
জীবন নদীর শেষ যে কোথায়
কেউ জানে না।
দেখছি নদী খরস্রোতা
হয়তো কোথাও ভাসিয়ে নেবে
তাই বলে কি এই তুফানে তরী ছেড়ে
হঠাৎ কোথাও পালিয়ে যাবে?
মন্তব্য করতে ক্লিক করুন