বাইশে শ্রাবণ
(রবীন্দ্র প্রয়াণ স্মরণে)
শংকর ব্রহ্ম
আসে যখন বাইশে শ্রাবণ কি করি তখন
নদী বা পাহাড় কি বন কিংবা শান্তিনিকেতন
কোথাও খুঁজে আর তাকে পাই না যখন
আমি তার কথা মনে মনে ভাবি সারাক্ষণ
আমার জন্মাবার আগেই যার হয়েছে মরণ
অনেক আগেই হারিয়ে গেছে যে আপনজন
কে বলে আজ তুমি নেই তুমি নেই
ভাবলেই বুকের ভিতর শূন্য হয়ে যায়
আমি দেখি তুমি আছো পাতায় পাতায়
আছো তুমি শিশিরের জলে অশ্রুকণায়
তুমি আছো বলে হয় প্রভাতের সূর্য উদয়
আছো তুমি পূর্ণ-হৃদয় জুড়ে কণায় কণায়
মায়ার বন্ধনে আছো তুমি সকালে সন্ধ্যায়।
তুমি নেই ভাবলেই বুকের ভিতর
শূন্য খাঁ খাঁ হয়ে যায়
সাথে থাকো বলে তুমি সকালে সন্ধ্যায়,
প্রাণ মন পরিপূর্ণ হয়ে রয়,
কখনও গল্প পড়ি শুনি কবিতা কিংবা গান
তুমিই তো বেঁচে থাকার অনন্ত প্রেরণা
বুকের ভিতরে থাকা উজ্জীবিত প্রাণ

মন্তব্য করতে ক্লিক করুন