চাই
শংকর ব্রহ্ম
মেলা যদি ভেলা হয় ভেসে পড় তাতে
শুধু এক অনুরোধ ফিরে এসো রাতে।
না হলে প্রাণের পাখি ছটফট করে
বদ্ধ এই হৃদয়ের খাঁচার ভিতরে।
দিন যায় কোনমতে রাতে শুধু তাই
আর কিছু নয় প্রিয় তোমাকেই চাই।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন