শংকর ব্রহ্ম

কবিতা - চাই

লেখক: শংকর ব্রহ্ম

চাই
শংকর ব্রহ্ম

মেলা যদি ভেলা হয় ভেসে পড় তাতে
শুধু এক অনুরোধ ফিরে এসো রাতে।

না হলে প্রাণের পাখি ছটফট করে
বদ্ধ এই হৃদয়ের খাঁচার ভিতরে।

দিন যায় কোনমতে রাতে শুধু তাই
আর কিছু নয় প্রিয় তোমাকেই চাই।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৮২ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন