চাওয়া
শংকর ব্রহ্ম
চেয়েছিলাম দুঃখটাকে গোপন করে রাখতে
সবকিছু আজ ভেসে গেল অন্ধ যেন পথ হারালো
দিনের আলো থাকতে গোপন ব্যথা ঢাকতে
তোমাকেই চেয়েছিলাম কেবল ভালবাসতে
পোষাকটাকে চেয়েছিলাম লজ্জা ঢেকে রাখতে
একটি স্বপ্ন চেয়েছিলাম কেবল বেঁচে থাকতে
একটি নাম চেয়েছিলাম প্রিয় সুরে ডাকতে
একটি নারী চেয়েছিলাম দুঃখ ভুলে থাকতে
আর কি সব চেয়ে ছিলাম তোমায় ভুলে থাকতে।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন