চাই না আমি
শংকর ব্রহ্ম
আকাশ ছিল অনেক দূরে,নীলে দিগন্তে
প্রতিজ্ঞা তাই করে ছিলাম মাটি ছুঁয়ে
এ মাটি যেন রক্তে মিশে
জন্ম ভূমির কাতরতায়
আপনি আসে মাথা নুয়ে।
বাতাসও তার সাক্ষী ছিল
আমায় কোথায় উড়িয়ে নিল
ঝড়ের বেগে,জানি না তা
এখন আমি একলা আছি
কেমন আছি,
কোথায় আছি,কেউ জানে না।
তোমায় শুধু জানিয়ে রাখি
গোপন কথা এক লহমায়
মনের ব্যথা একলা সয়ে আজও বাঁচি
বই পড়ে আর আড্ডা মেরে,
কবিতা লিখে মজায় আছি
পুরনো সেই দিনগুলো সব
হারিয়ে গেছে মাঝের হাটে
এখন তাকে খুঁজতে যাওয়া
খুব বোকামি
সেই বোকামি করতে যে আর
চাই না আমি।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন