ইচ্ছে
শংকর ব্রহ্ম

কত রকম ইচ্ছেরা সব
মনের ভিতর ঘোরে
কোনটা খুব চেপে ধরে
Bকোনটা থাকে দূরে,
জানি না সব ইচ্ছেগুলো
থাকে কোন সুদূরে,
কখন আসে কখন বা যায়,
আসে কেমন করে? যায় বা কেন দূরে?

ঘুমোতে যাওয়ার আগে তুমি
আমাকে একটুখানি ইচ্ছে দিয়ে যাও,
কাল সকালে উঠে আমি পুরণ করব তাও।

পরে পড়বো
২৫
মন্তব্য করতে ক্লিক করুন