একাকিত্ব
শংকর ব্রহ্ম
মাঝে মাঝে খুব একা হয়ে যাই
মনে হয় কেউ আমার নয়,
আমি নয় কারও
বুকের ভিতর ফাঁকা লাগে আরও
নিঃস্ব মনে হয়।
সমস্ত বিশ্বটা যেন গ্রাস করে,
গিলে খেতে আসে
শুধু রাত্রি আমাকে ভালবেসে
গভীর আশ্বাসে,
বুকের ভিতরে টেনে নেয়।
কিন্ত তা আর কতটা সময়?
আবার তো দিন আসে
সেই নিঃস্বত্ব একাকিত্বের
ভয় শুরু হয়।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন