একমাত্র কাজ
শংকর ব্রহ্ম

বহুক্ষণ ধরে বসে আছি
এই জগদ্দল পাথরটার উপর কারও প্রতীক্ষায়,
কেউ আসবে তেমন কোন কথা ছিল না
তবুও কেউ তো আসতেই পারে?

কিন্তু যার কথা ভেবে বসেছিলাম
তার কথা এখন আর মনেই পড়ে না।

এই জগদ্দল পাথরটা সাড়ানোই এখন
আমার একমাত্র কাজ।

পরে পড়বো
১৬৫
মন্তব্য করতে ক্লিক করুন