শংকর ব্রহ্ম

কবিতা - এমন ভীষণ অন্ধকারে

লেখক: শংকর ব্রহ্ম

এমন ভীষণ অন্ধকারে
শংকর ব্রহ্ম

কেউ কি কিছু করতে পারে এমন ভীষণ অন্ধকারে
ছদ্মবেশের খোলশটাকে হঠাৎ কি আর ভাঙতে পারে ?
অন্তবিহীন পথ রয়েছে সামনে পড়ে,
ধূসর নাকি রঙীন সেটা কেউ কি কিছু বলতে পারে?
কেউ কি হৃদয় খুলতে পারে প্রেম বিহীন, অন্ধকারে?
তরল সময় যাচ্ছে পুড়ে,অসংখ্য বিনিদ্র মুখ হৃদয় জুড়ে,
কেউ কি কিছু গড়তে পারে
দুঃসময়ের অন্ধকারে,রাত্রি যখন দু চোখ জুড়ে?
অন্ধকারে চাঁদের দেখা,আকাশ ফুঁড়ে চলছে একা,
কেউ কি কিছু করতে পারে
গড়তে পারে চাঁদের মতো জ্যোৎস্না মোহ?
বুকের ভিতর পুড়তে থাকে যত দ্রোহ।
কেউ কি কিছু দিতে পারে?
একলা কি কেউ বাঁচতে পারে,এমন ভীষণ অন্ধকারে?

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৪২ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে ক্লিক করুন