শংকর ব্রহ্ম

কবিতা - ফেসবুক সাহিত্য

শংকর ব্রহ্ম

ফেসবুক সাহিত্য
শংকর ব্রহ্ম

ফেসবুকে আছে যত সাহিত্যের গ্রুপ
প্রত্যক্ষ করতে গিয়ে তাদের স্বরূপ?
কিছুদিন তাতে যদি লিপ্ত থেকে হায়
আগা পাশ তলা সব খুলে দেখা যায়।

ক্রমশই অনুভূত হয় এক অদ্ভুত ব্যাপার,
দরকার হয় না কোন লেখা পড়বার
নামগুলো দেখো শুধু চেনা কি অচেনা,
দেখে লাইক দিয়ে যাও,শুধু বন্ধু গোনা
বিপরীত লিঙ্গ হলে কমেন্ট কিছু বাড়ে,
কেউ কেউ অনায়াসে খুশি করে তারে।

এই ভাবে কিছুদিন চললেই পরে
পায়ে এসে সাফল্য মুখ থুবড়ে পড়ে।

অন্যদিকে মনে মনে খুব মুষড়ে পড়ে
কারণে ও অকারণে ঘরে ও বাহিরে
সৎভাবে সাহিত্য করতে আসে যারা
কমেন্টের অভাবে ক্রমাগত তারা।

আবার এখানে আছে কিছু নির্লজ্জ চোর
মাঝে মাঝে ভাঙে তারা কবিতার ঘোর।
আর আছে কিছু কিছু ধূর্ত ব্যবসায়ী
সাহিত্যকে পণ্য করে তোলার জন্য দায়ী।

পরে পড়বো
৯২
মন্তব্য করতে ক্লিক করুন