ঘুরে দাঁড়াবার
শংকর ব্রহ্ম
যৌবনের রঙিন স্বপ্ন যখন ফিকে
দিকে দিকে
দেখে খান্ডব দাহন
পুড়ে গেছে মন
আগুন ছড়াতে ছড়াতে দিনগুলি যাচ্ছে পুড়ে
এখনও কি হয়নি সময় দাঁড়াবার ঘুরে
যদি মোহ দ্রোহ হয়ে বুকে জেগে থাকে
চাঁদের বুকে কলঙ্কের পোড়া দাগ আঁকে
যদি এভাবেই মানুষ বেঁচে থাকে মানবতা মেরে
তবে তো সময় দাঁড়াবার ঘুরে।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন