গোপন আঁতাত
শংকর ব্রহ্ম

অর্থনীতি কোমর ভেঙে ন্যায় ও নীতির
ভবিষ্যৎ করে তুলছে ভয় ও ভীতির।
রাজনীতিক আজ ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে
দলের স্বার্থ রাখতে গিয়ে জানে কি তারা দেশের হাল কি করেছে?

বিবেক বুঝি প্রতিবাদী কাজের আমার ভাও কত তার?
সব কিছু আজ পণ্য জেনো আমার কাছে অর্থকরী
যা ইচ্চে তাই ইচ্ছে মতন মূল্য ধরে কিনতে পারি।
প্রেম,মেধা,বোধ,সততা ও ক্রোধ খুশি মতোন কিনতে পারি নিজের করে যে যেমন তার মূল্য ধরে
পণ্য সবই অর্থনীতির চাকায় ঘোরে।

অর্থনীতি বাঁধ ভেঙেছে সমাজনীতির
বেনো জলে যাচ্ছে ভেসে হৃদয়,মেধা
মূল্য যে সব হারিয়ে যাচ্ছে প্রেম ও প্রীতির
কালো টাকা উড়ছে কত মদ ও জুয়ায়
কত নারী টাকার জন্য সবই খোয়ায়
অথচ যারা পায় না খেতে একবেলা দু মুঠো ভাত
এও যেন রাজনীতি আর অর্থনীতির গোপন আঁতাত।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৫ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন