হাত
শংকর ব্রহ্ম

শুধু সেই হাতটাই নেই,আর সব আছে যথাযথ
খোলামেলা আকাশ,পলাশরাঙা বন,
মৃদুমন্দ হাওয়া,
শুধু সেই মুখখানা আর ভাসে না দু’চোখে
অবিরত
অগনন নক্ষত্রের মাঝে চলে,যার নিপুন আসা যাওয়া।

বাতাসে আসছে ভেসে ঘ্রাণ তার বসন্তের গানে,
সে যে কোথায়ও নেই,সে’কথা কি বসন্ত জানে?
হাতটাই নেই শুধু,আর সব ঠিক ঠাক আছে
এই বসন্তবাহার পরিবেশে ধারে আর কাছে,
পলাশ বনের থেকে ছুটে আসা হাওয়া
জানায় আমন্ত্রণ,
তার রেশ ছড়িয়ে পড়ে আনচান করে ওঠে মন
হাতটাই নেই শুধু,যেই হাত ধরে পৌঁছাতাম এখন।

পরে পড়বো
২৪
মন্তব্য করতে ক্লিক করুন