হিমশৈল
শংকর ব্রহ্ম

সহজ হও আরও সহজ হও শুনে শুনে
একেবারে জলের মতো সহজ হয়ে গেছি
যে পাত্রে রাখবে দেখ তার আকার নেব।

যদি আরও বেশী সহজ হতে বল
দেখ তবে পাত্র ছেড়ে আমি
বাস্প হয়ে বাইরে উড়ে যাব
তারপর কোথায় হারাব
তুমি আর পাবে না খুঁজেও

তারপর একদিন ঠিক
কঠিন এক হিমশৈল হয়ে
ঝাঁপিয়ে পড়ব ঠিক তোমারই উপর।

পরে পড়বো
২১৯
মন্তব্য করতে ক্লিক করুন