শংকর ব্রহ্ম

কবিতা - যদিও মনে

শংকর ব্রহ্ম

যদিও মনে
শংকর ব্রহ্ম

তোমায় যখন বেসে ছিলাম ভাল
তুমি ছিলে রোগা পাতলা কালো,
এখন তুমি যে পাকা গমের মতো
আশেপাশে তাই ভ্রমর ঘোরে কত।
বলো, আমার তা’তে কি?
আমি তো আর তোমার কাছে
কিছু চাইতে আসিনি,
যদিও মনে ইচ্ছে কত নাচে।

পরে পড়বো
মন্তব্য করতে ক্লিক করুন