কবিতা - জনগণ শংকর ব্রহ্ম অনুকাব্য, রূপক কবিতা জনগণ শংকর ব্রহ্ম জ্যান্ত একটা লাশ হাঁটে চলে, খায়-দায়, নিশ্চিন্তে ঘুমায়, অথচ কি হয়, একেবারে অনুভূতি নিঃস্ব হয়ে যায়, বুঝি ওরা জনগণ নয়? আমাদের মধ্যে এমন অনেকে আছে তো নিশ্চয়? তাদেরই তো খোঁজ পড়ে আগে ভোটের সময়। ♥ ০ পরে পড়বো ৬৩ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন