যাওয়া – (২).
শংকর ব্রহ্ম
যাওয়া - (২).
শংকর ব্রহ্ম
হারাতে হারাতে তুমি এসেছো এখানে
এরপরে আর তুমি যাবে যে কোথায়?
সেই ভেবে কাঁদে মন
প্রতিবাদে ঝড় ওঠে হৃদয়ে আমার।
কেউ তো থাকার জন্য আসে না এখানে
তার মানে যেতে হবে সবাইকে
আগে আর পরে,
সেই কথা ভেবে মন বিদ্রোহ করে।
বিদ্রোহ প্রতিবাদে মনে ওঠে ঝড়
কেন তবে ভাব বসে আপন আর পর,
ঝড়ে যদি ভেঙে যায় সব বাড়ি ঘর
নাও তবে ঘর ছেড়ে সবার খবর।
হারাতে হারাতে সব যাবে কত দূরে,
পৃথিবীর অলিগলি সব পথ ঘুরে?
শংকর ব্রহ্ম
হারাতে হারাতে তুমি এসেছো এখানে
এরপরে আর তুমি যাবে যে কোথায়?
সেই ভেবে কাঁদে মন
প্রতিবাদে ঝড় ওঠে হৃদয়ে আমার।
কেউ তো থাকার জন্য আসে না এখানে
তার মানে যেতে হবে সবাইকে
আগে আর পরে,
সেই কথা ভেবে মন বিদ্রোহ করে।
বিদ্রোহ প্রতিবাদে মনে ওঠে ঝড়
কেন তবে ভাব বসে আপন আর পর,
ঝড়ে যদি ভেঙে যায় সব বাড়ি ঘর
নাও তবে ঘর ছেড়ে সবার খবর।
হারাতে হারাতে সব যাবে কত দূরে,
পৃথিবীর অলিগলি সব পথ ঘুরে?
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৮৪ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন