শংকর ব্রহ্ম

কবিতা - যে দুঃখ দেয়

শংকর ব্রহ্ম

যে দুঃখ দেয়
শংকর ব্রহ্ম

তোমাকে যে দুঃখ দেয়
সে কি শুধু দুঃখই দিতে চেয়েছি?
কে আছে সংসারী এই দুঃখের দিনে
কারা সব চুরি করে নিয়ে গেছে দধীচির হাড়?

সেই কোন অবেলায় সকলেই গিয়েছিল গঙ্গায়
সেরে নিতে পূণ্যের স্নান
কারা সব অন্ধকারে হাভাতের মতো
মিটিয়ে নিয়েছে সব শারীরিক গুপ্ত লেনদেন।

কে আছ সন্ন্যাসী এই গহন আঁধারে
যেখানে মানুষ মরে অনাহারে
অহংকারী ক্রোধে পোড়ে
জীবনের অভিশপ্ত আয়ু।

এখনও ফেরোনি ঘরে?
তবে কেন
একা ফেলে রেখে গেছো ঘরের সম্পদ?
আত্মার যন্ত্রণা বুঝি এইবার
তোমাকেই দিয়ে যাবে যন্ত্রণার স্বাদ।

কেন যে রয়েছো শোকে?
জান নাকি পৃথিবীর গোপন সংবাদ?
কি আছে দুঃখের এত ঝুলিতে তোমার?
তোমাকে যে দুঃখ দেয়
সে কি শুধু দুঃখই দিতে শিখেছিল?

পরে পড়বো
২৭
মন্তব্য করতে ক্লিক করুন