যুদ্ধ
শংকর ব্রহ্ম

এই কথাটা শুনছি ভাই
যুদ্ধ নয় শান্তি চাই
অনেক দিন ধরে, তবু কেন
যুদ্ধ এলে নিরীহ মানুষ মরে?

রাজায় রাজায় যুদ্ধ হয়
উলুখাগড়া মরে,
যুদ্ধে আমরা যাব না তো
প্রাণ থাকতে ধড়ে।

এটা আসল যুদ্ধ নয়
যুদ্ধ যুদ্ধ খেলা,
আসল যুদ্ধ জীবন যুদ্ধ
যা চলে দুই বেলা।

৪১
মন্তব্য করতে ক্লিক করুন