শংকর ব্রহ্ম

কবিতা - কবিতাকে যেতে হবে

লেখক: শংকর ব্রহ্ম

কবিতাকে যেতে হবে
শংকর ব্রহ্ম

কবিতাকে আমি মুক্তাঞ্চলে নিয়ে যেতে চাই
তাকেও চেনাতে চাই পথঘাট –
অন্ধগলি বেশ্যালয়, শুঁড়িখানা,চোঁয়া ঢেকুরের স্বাদ
পৃথিবীর গোপন আস্থানা,আঁস্তাকুঁড় -গৃহস্থের ঘর
সবকিছু তাকে আজ চিনে নিতে হবে
জেনে নিতে হবে সেই খেলার নিয়ম
বুঝে নিতে হবে তাকে শরীর ও মননের ভাজে ভাজে
কোথায় কি আছে, আর কোথায় কি নেই।

বাতসে কতটা ঘ্রাণ বারুদের
বাতাসে কতটা স্বাদ সোহাগের
দুপুরের নির্জন গন্ধ, কোন রমণীর
বুকের ভিতরে রয়ে গেছে কিনা?
কবিতাকে সেই সব জেনে নিতে হবে
আজকাল বুঝে নিতে হবে তাকে
কার বুকে কতখানি প্রেম
আর কার বুকে কতখানি দীর্ঘশ্বাস জমা হয়ে আছে।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৮ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন