কবিতার সঙ্গে
শংকর ব্রহ্ম
জীবনের শেষ প্রান্তে এসে,
সঙ্গিনী হারিয়ে,তুমি কি খুব অসহায় বোধ কর নাকি?
অসহায় বোধ করার কোন সুযোগ যে নেই
কবিতা অস্থির করে রাখে।
ভাল,
হতাশার মাঝে কবিতা বুঝি আশার আলো জ্বালে?
ভাল নয় মোটে,
কবিতার কামড় যে খেয়েছে সেই জানে,
কচ্ছপের কামড়ের মতো,
একবার ধরলে ছাড়ে না সে আর।
তাতে ক্ষতি কী তোমার?
তবুও তুমি কবিতার কাছ থেকে
দুঃখ পাবে না কোনদিনও আর।
হয় তো তাই,তার জন্য তার কাছে,নিশ্চিন্তে রয়ে যাই,
কিংবা বলতে পার কবিতার কাছে থেকে
আরও বেশী কষ্ট পেতে চাই।
মন্তব্য করতে ক্লিক করুন