কথার কথা
শংকর ব্রহ্ম

অনেক কথা বলি আমরা
মানবতার কথা বলি
সততার কথা বলি
অহিংসার কথা বলি,
এসব শুধু কথার কথা
নিজেরা পালন করি না।
পালন করতে ইচ্ছে লাগে
সে ইচ্ছে মনে জাগে না।

জীবনে যত কথা বলি
কতটা তার পালন করি?
ভাবতে বসে হতাশ হই
সঠিক যদি হিসাব ধরি,
কথার কথা বলি অনেক
কাজের কাজ করি না কিছুই।

কথায় কথায় সারাটা জীবন
হেলায় ফেলায় কেটে যায়
কাজের কাজ হয় না কিছুই
করার ইচ্ছে থাকে না হায়।

৬৩
মন্তব্য করতে ক্লিক করুন