কটুকথা
শংকর ব্রহ্ম
[নেতাজী স্মরণে]

এক).

আজ দেশের জন্য ভাবছে ক’জন
নেতাজী এখন হালফ্যাশান,
নিজের স্বার্থ রক্ষা করেই
নেতাজীকে মানি মহান।
নেতাজীকে যদি ভালবাস তবে
ভালবাস অসহায় জনগণকে,
তা’হলে সঠিক শ্রদ্ধা জানানো হবে
নেতাজীর মতো মহানকে।

সকলে যে’দিন ছেড়ে এ’ফ্যাশান
দেশপ্রেম কে করবে প্যাশান,
সে’দিনই তিনি বেঁচে থাকবেন মনে
দেশের জন্য বাজী রেখেছেন যিনি
নিজের অমূল্য প্রাণ।

দুই).

নেতাজী নেতাজী করে যত ছাড়ি ডাক
মনের ভিতরে তত দিয়ে ওঠে পাক,
নেতাজীকে সত্যিই ভালবাসি নাকি
সবটাই লোক দেখানো,সবটাই ফাঁকি?

নেতাজী তো দেশের জন্য বাজী রেখে প্রাণ
গেয়েছিল জীবনের যত জয়গান,
সে’জীবন,সেই প্রাণ আজ কি অবস্থায় আছে?
চোখদুটি মেলে শুধু দেখ ধারে কাছে।
নেতাজী নেতাজী করে বুক না ফাটিয়ে
দেশটাকে ভালবেসে দেখি,প্রাণ দাও দিয়ে।

১৬
মন্তব্য করতে ক্লিক করুন