খেলা-(২).
শংকর ব্রহ্ম
কবিতা লিখতে গিয়ে টের পাই আজকাল
তাকে নিয়ে ভাবি কত কথা
অথচ আসে না সে
শব্দেরা খেলে শুধু আমাকে নিয়ে।
শব্দের সাথে খেলা ভাললাগে বেশ
আর তার রেশ
থাকে যেন সারা বেলা বেশ।
এই ভাবে কেটে যায় কবির সময়
খেলা করে সাথে তার
তবু কেন বারবার
ধরতে না পেরে তাকে
আর কি তা ভাল লাগে?
কবিতা হারাবে ভেবে মনে ভয় জাগে।
কবিতা লিখতে গিয়ে ভাবছি এখন
ভাববো না কথা তার
দেখি তাতে খেলা জমে কি না আর
কতখানি ভাল লাগে তার?
মন্তব্য করতে এখানে ক্লিক করুন